তাহযিব ভলান্টিয়ার প্রয়োজন
تَعَاوَنُوۡا عَلَی الۡبِرِّ وَ التَّقۡوٰی
তোমরা সৎকাজ ও তাক্বওয়ার ব্যাপারে পরস্পরকে সহযোগিতা করো (সুরা মায়িদা: ২)
জেনারেলপড়ুয়া ভাই/বোনদের দ্বীনি জ্ঞানার্জনের উন্মুক্ত প্লাটফর্ম তাহযিবের ইনস্টিটিউট বিগত তিন বছর হলো বাংলা ভাষায় ইসলামি জ্ঞানার্জনের বিকাশে নিঃস্বার্থ কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। বিশেষত কলেজ ও ইউনিভার্সিটিপড়ুয়া দ্বীনি ভাই বোনদের নিকট সহজে ইসলামের আলো পৌঁছে দেয়া ও দ্বীনি জ্ঞানার্জনে সহায়তা করা আমাদের অন্যতম লক্ষ্য। বিগত বছরগুলোতে প্রায় তিন হাজার শিক্ষার্থী আমাদের মাধ্যমে দ্বীনের বিভিন্ন মৌলিক বিষয়ে জানার্জন করার সুযোগ পেয়েছে ফালিল্লাহিল হামদ। সময়ের পাশাপাশি তাহযিব ইনস্টিটিউটের পরিধি বিস্তৃতি হওয়ার সাথে সাথে আমরা দক্ষ লোকবলের অভাব বোধ করছি। আর তাই সাদাকায়ে জারিয়ার এ প্লাটফর্মে বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ ও আগ্রহী স্বেচ্ছাসেবী ভাই/বোন প্রয়োজন। আপনিও চাইলে তাহযিবের একজন সহযাত্রী হিসেবে করতে পারেন ও দ্বীনি জ্ঞানার্জনের বিকাশে ভূমিকা রাখতে ইন শা আল্লাহ। নিম্নের কোনো এক বা একাধিক বিষয়ে যদি আপনি অল্প বা ভাল অভিজ্ঞতা রাখেন তাহলে অনুগ্রহ করে যুক্ত হোন। বিশেষ করে তাহযিবের শিক্ষার্থী হলে অগ্রাধিকার থাকবে।
প্রয়োজনীয় অভিজ্ঞতা
- দাওয়াহ বা প্রচারণা
- পেজ/গ্রুপ পরিচালনা
- শিক্ষার্থীদের ম্যাসেজ ও তথ্য সহায়তা
- কন্টেন্ট রাইটিং
- MS office (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট)
- অনলাইন যে কোনো সাপোর্ট
- ডিজিটাল মার্কেটিং
- গ্রাফিক্স ডিজাইন
- অডিও/ভিডিও এডিটিং
- ওয়েব ডেভলপিং
যারা যুক্ত হতে পারবেন
- দ্বীনি জ্ঞানার্জনে আগ্রহী বা যারা দ্বীনকে গভীরভাবে জানতে চান
- কলেজ বা ইউনিভার্সিটিপড়ুয়া প্রাকটিসিং ভাই/বোন
- দাওয়াতী মনোভাব ও উদারতা লালন
- নিজের দক্ষতা ও সৃষ্টিশীলতা দিয়ে দ্বীনি কাজে ভূমিকা রাখতে চান
করণীয়
- অভিজ্ঞতা অনুযায়ী সপ্তাহে অন্তত ৩ ঘণ্টা সময় দেওয়া
- তাহযিবের মানোন্নয়ন ও সার্বিক বিষয়ে পরামর্শ প্রদান
- বিভিন্ন প্রয়োজনে নির্ধারিত টাস্ক পূরণ
- টেকনিক্যাল বিভিন্ন বিষয়ে সহায়তা প্রদান
কী কী শিখতে পাবেন
- সাদাকায়ে জারিয়ায় অংশ নেয়ার চমৎকার সুযোগ
- তাহযিবের বিভিন্ন কোর্সে ফ্রিতে যুক্ত হতে পারবেন
- ভলান্টিয়ারদের নিয়ে প্রতিমাসে বিশেষ সেশন
- নিজের দক্ষতা ও সৃষ্টিশীলতা বৃদ্ধি ও কাজে লাগানোর সুযোগ
- বিভিন্ন বিষয় শেখার সুযোগ
- ভলান্টিয়ারদের জন্য প্রতিমাসে বইসহ সাধ্যানুযায়ী বিভিন্ন হাদিয়া