তাহযিব ভলান্টিয়ার প্রয়োজন

تَعَاوَنُوۡا عَلَی الۡبِرِّ وَ التَّقۡوٰی
তোমরা সৎকাজ ও তাক্বওয়ার ব্যাপারে পরস্পরকে সহযোগিতা করো (সুরা মায়িদা: ২)

জেনারেলপড়ুয়া ভাই/বোনদের দ্বীনি জ্ঞানার্জনের উন্মুক্ত প্লাটফর্ম তাহযিবের ইনস্টিটিউট বিগত তিন বছর হলো বাংলা ভাষায় ইসলামি জ্ঞানার্জনের বিকাশে নিঃস্বার্থ কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। বিশেষত কলেজ ও ইউনিভার্সিটিপড়ুয়া দ্বীনি ভাই বোনদের নিকট সহজে ইসলামের আলো পৌঁছে দেয়া ও দ্বীনি জ্ঞানার্জনে সহায়তা করা আমাদের অন্যতম লক্ষ্য। বিগত বছরগুলোতে প্রায় তিন হাজার শিক্ষার্থী আমাদের মাধ্যমে দ্বীনের বিভিন্ন মৌলিক বিষয়ে জানার্জন করার সুযোগ পেয়েছে ফালিল্লাহিল হামদ। সময়ের পাশাপাশি তাহযিব ইনস্টিটিউটের পরিধি বিস্তৃতি হওয়ার সাথে সাথে আমরা দক্ষ লোকবলের অভাব বোধ করছি। আর তাই সাদাকায়ে জারিয়ার এ প্লাটফর্মে বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ ও আগ্রহী স্বেচ্ছাসেবী ভাই/বোন প্রয়োজন। আপনিও চাইলে তাহযিবের একজন সহযাত্রী হিসেবে করতে পারেন ও দ্বীনি জ্ঞানার্জনের বিকাশে ভূমিকা রাখতে ইন শা আল্লাহ। নিম্নের কোনো এক বা একাধিক বিষয়ে যদি আপনি অল্প বা ভাল অভিজ্ঞতা রাখেন তাহলে অনুগ্রহ করে যুক্ত হোন। বিশেষ করে তাহযিবের শিক্ষার্থী হলে অগ্রাধিকার থাকবে।

প্রয়োজনীয় অভিজ্ঞতা

যারা যুক্ত হতে পারবেন

করণীয়

কী কী শিখতে পাবেন

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.