আমাদের সম্পর্কে

‘তাহযিব ইনস্টিটিউট’ জেনারেলপড়ুয়া দ্বীন ভাই-বোনদের ইসলামী জ্ঞানার্জনের অলাভজনক একটি বিশেষায়িত ই-প্লাটফর্ম। বাংলা ভাষাভাষী যে কোনো বয়স ও শ্রেণী পেশার মানুষের কাছে ইসলামী জ্ঞানকে সহজে পৌঁছে দেয়ার লক্ষ্যে এর যাত্রা শুরু হয়। দেশবরেণ্য ইসলামী স্কলারদের তত্ত্বাবধানে ‘তাহযিব ইনস্টিটিউট’ এ রয়েছে একদল যোগ্যতাসম্পন্ন, দক্ষ ও অভিজ্ঞ উস্তাযমণ্ডলী। জেনারেলপড়ুয়া দ্বীনি ভাই-বোনদের যে কেউ ঘরে বসে ইসলামের মৌলিক বিষয়সমূহ জানতে পারবেন। তাহযিব ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় ২০২১ সালে। উস্তায ফজলে রাববি সরাসরি মদীনা থেকে এটি পরিচালনা করেন।

আমাদের অনুপ্রেরণা

তাহযিবের যাত্রা শুরু হয় রাসূল সা. এর একটি হাদীসে অনুপ্রাণিত হয়ে। রাসূল সা. ইরশাদ করেন, انْقَطَعَ عَمَلُهُ إِلاَّ مِنْ ثَلاثٍ: صَدَقةٍ جَارِيَةٍ، أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ، أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ ». رواه مسلم যখন কোন মানুষ মারা যায়, তখন তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়। শুধু তিনটি জিনিস ব্যতীত; (১) সাদকাহ জারিয়াহ, (২) যে ইলম দ্বারা উপকার পাওয়া যায় অথবা (৩) সৎ সন্তান যে তার জন্য দোআ করে। (মুসলিম ১৬৩১)

আমাদের প্রতিষ্ঠান

বিশুদ্ধ দ্বীনি জ্ঞানার্জনের উন্মুক্ত প্লাটফর্ম

তাহযিব ইনস্টিটিউটে কী কী বিষয় শিখতে ও পড়তে পারবেন?

তাহযিব ইনস্টিটিউটে আপনি ইসলামের সকল মৌলিক বিষয় সম্পর্কে জ্ঞানার্জন করতে পারবেন ইনশাআল্লাহ। একটি প্লাটফর্মেই ইসলামের সকল মৌলিক বিষয়সমূহ যেমন বিশুদ্ধভাবে কুরআন পাঠ, কুরআন বুঝে পড়া, হিফজ, নাজেরা, কুরআন, হাদীস, ফিকহ, উসুল, আরবী ভাষা, ঈমান, আমল, আক্বিদাসহ ইত্যাদি বিষয়ে ফ্রি ও পেইড মূল্যে আপনি বিভিন্ন কোর্স ও ওয়ার্কশপের সুযোগ পাবেন। এরমধ্যে রয়েছে স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী কোর্স। একদম শূন্য থেকে শুরু করে ধীরে ধীরে দ্বীনের অন্যান্য শাখায় জ্ঞানার্জনের সুযোগ থাকছে ইন শা আল্লাহ।

তাহযিব ইনস্টিটিউটের বৈশিষ্ট্য:

ওয়ান টু ওয়ান ক্লাস

দেশ-বিদেশের অভিভাবকগণ তাঁদের সন্তানদের জন্য অথবা যে কেউ চাইলে তাহযিবের অভিজ্ঞ শিক্ষকদের নিকট আলাদাভাবে ওয়ান টু ওয়ান পড়তে পারবে। বিস্তারিত প্যাকেজ দেখুন (লিঙ্ক থাকবে এখানে)