দ্বীনি জ্ঞানার্জনের উন্মুক্ত প্লাটফর্ম ‘তাহযিব ইনস্টিটিউটের’
মেল ও ফিমেল শিক্ষক/উস্তায আবশ্যক
দ্বীনি জ্ঞানার্জনের উন্মুক্ত প্লাটফর্ম তাহযিব ইনস্টিটিউট বিগত তিন বছর ধরে দেশ বিদেশের বাংলা ভাষাভাষী দ্বীনি ভাই/বোনদের নিকট ইসলামী জ্ঞানার্জনের প্রচার প্রসারে কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। বিগত সময়গুলোতে তিন হাজারেরও বেশি সংখ্যক শিক্ষার্থী তাহযিব ইনস্টিটিউট থেকে উপকৃত হয়েছে। সময়ের সাথে এর পরিধি বিস্তৃত হওয়ায় গ্রুপভিত্তিক ও ওয়ান টু ওয়ান পাঠদানের জন্য কিছু সংখ্যক অভিজ্ঞ উস্তায/উস্তাযা আবশ্যক। আপনি যদি অভিজ্ঞ হোন, তাহলে সাকাদায়ে জারিয়ার এ মাধ্যমে যুক্ত হয়ে দ্বীনি জ্ঞানার্জনের বিকাশে কাজ করতে পারেন ইন শা আল্লাহ।
ধরন:
- তাজভিদ, হিফজসহ কুরআন-হাদীস ও ইসলামী বেসিক বিষয়ে ক্লাস নেয়ার যোগ্যতা
- দিনে রাতে সুবিধাজনক সময়ে অনলাইনে ক্লাস নিতে হবে
- হাদিয়া: ২০০-৩০০ টাকা (প্রতি ঘণ্টা হিসেবে)
লক্ষ্যণীয় বিষয়:
- বিশুদ্ধ কুরআন তেলাওয়াত ও ইসলামের মৌলিক বিষয়ে সম্যক জ্ঞান
- হাফেজ/দাওরায়ে হাদীস/কামিল/মদীনা/আল আজহার বা ইসলামি বিষয়ে বিশ্ববিদ্যালয়পড়ুয়া মেল/ফিমেলদের অগ্রাধিকার
- নিজের কম্পিউটার বা ল্যাপটপ থাকতে হবে ও অনলাইন ক্লাস পরিচালনায় অভিজ্ঞতা থাকা দাওয়াতী মনোভাব ও উদারতা লালন
- আবেদন গৃহিত হলে যোগাযোগ করা হবে এবং কর্তৃপক্ষ সরাসরি সাক্ষাৎকার গ্রহণ করবেন
- মনোনীত উস্তায/উস্তাযাদের জন্য ৪-৬ টি ফ্রি ট্রেনিং সেশন থাকবে
- সর্বশেষ যোগ্যতা অনুযায়ী ধীরে ধীরে ক্লাস প্রদান করা হবে
আবেদন প্রক্রিয়া
নিচের ফর্মে গিয়ে সিভিসহ কুরআন কারিমের অন্তত অর্ধপেজ তেলাওয়াতের রেকর্ড সেন্ড করুন।