দ্বীনি জ্ঞানার্জনের উন্মুক্ত প্লাটফর্ম ‘তাহযিব ইনস্টিটিউটের’
মেল ও ফিমেল শিক্ষক/উস্তায আবশ্যক

দ্বীনি জ্ঞানার্জনের উন্মুক্ত প্লাটফর্ম তাহযিব ইনস্টিটিউট বিগত তিন বছর ধরে দেশ বিদেশের বাংলা ভাষাভাষী দ্বীনি ভাই/বোনদের নিকট ইসলামী জ্ঞানার্জনের প্রচার প্রসারে কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। বিগত সময়গুলোতে তিন হাজারেরও বেশি সংখ্যক শিক্ষার্থী তাহযিব ইনস্টিটিউট থেকে উপকৃত হয়েছে। সময়ের সাথে এর পরিধি বিস্তৃত হওয়ায় গ্রুপভিত্তিক ও ওয়ান টু ওয়ান পাঠদানের জন্য কিছু সংখ্যক অভিজ্ঞ উস্তায/উস্তাযা আবশ্যক। আপনি যদি অভিজ্ঞ হোন, তাহলে সাকাদায়ে জারিয়ার এ মাধ্যমে যুক্ত হয়ে দ্বীনি জ্ঞানার্জনের বিকাশে কাজ করতে পারেন ইন শা আল্লাহ।

ধরন:

লক্ষ্যণীয় বিষয়:

আবেদন প্রক্রিয়া

নিচের ফর্মে গিয়ে সিভিসহ কুরআন কারিমের অন্তত অর্ধপেজ তেলাওয়াতের রেকর্ড সেন্ড করুন।

আবেদন ফরম:

আপনার সিভি সংযুক্ত করে দিন: ( PDF / JPG / PNG )