রমাদান উপলক্ষ্যে বিশেষ কোর্স
ইমাম নববীর ৪০ হাদীস (সবার জন্য)
কোর্সের বিষয়বস্তু
একজন মুসলিম হিসেবে কুরআন ও সুন্নাহ জানার বিকল্প নেই। মানব জীবনের অতি প্রয়োজনীয় ও ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংকলিত হাদীসের ছোট্ট গ্রন্থ ‘ইমাম নববীর ৪০ হাদীস’ নিয়ে বিশেষ কোর্স। কোর্সটি জেনারেলপড়ুয়া ভাই বোনদের জন্য এমনভাবে সাজানো হয়েছে যেন যে কেউ সহজেই বুঝতে পারবেন ইন শা আল্লাহ। থাকবে হাদীস সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা যা হাদীস সম্পর্কে জানতে ও বুঝতে সহায়তা করবে। তাই আসুন, হাদীস পড়ি, জীবন গড়ি।
রমাদানের অবসর সময়গুলো দ্বীনি জ্ঞানার্জনে ব্যয় করুন, ইলম ও আমলে কাটুট রমাদান। নিজে যুক্ত হোন, অন্যকেও যুক্ত করুন।
সময়সূচী
- মোট সময়: ১ থেকে ২০ রমাদান পর্যন্ত
- সপ্তাহে ৩ দিন দারস (শনি, সোম, বুধ)
- মোট ক্লাস ১০ টি ও ৩টি পরীক্ষা
- ক্লাস মাধ্যমঃ জুম
- ক্লাসের সময়: সকাল ১০-১১ টা (বাংলাদেশ সময়)
- ক্লাস শুরু: ১ম রমাদান
রেজিস্ট্রেশন ফি
- রেজিস্ট্রেশন ফি: ১০০ টাকা মাত্র (আর কোনো ফি নেই)
- রেজিস্ট্রেশনের শেষ সময়: ২৮ ফ্রেব্রুয়ারী, শুক্রবার
কেবল আগ্রহী হলেই রেজিস্ট্রেশন করুন, অন্যথায় রেজিস্ট্রেশন করার দরকার নেই।
ইনস্ট্রাকটর
উস্তায ফজলে রাববি
মদীনা ইসলামি বিশ্ববিদ্যালয়, সৌদি আরব
ভর্তির শর্ত
- তাহযিবের অন্য যে কোনো কোর্সে দাওয়াতী উদ্দেশ্যে অন্যকে যুক্ত করুন ও শেয়ার করুন।
- কেবল আগ্রহী হলেই রেজিস্ট্রেশন করুন, অন্যথায় রেজিস্ট্রেশন করার দরকার নেই।