রমাদান উপলক্ষ্যে বিশেষ কোর্স

ইমাম নববীর ৪০ হাদীস (সবার জন্য)

কোর্সের বিষয়বস্তু

একজন মুসলিম হিসেবে কুরআন ও সুন্নাহ জানার বিকল্প নেই। মানব জীবনের অতি প্রয়োজনীয় ও ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংকলিত হাদীসের ছোট্ট গ্রন্থ ‘ইমাম নববীর ৪০ হাদীস’ নিয়ে বিশেষ কোর্স। কোর্সটি জেনারেলপড়ুয়া ভাই বোনদের জন্য এমনভাবে সাজানো হয়েছে যেন যে কেউ সহজেই বুঝতে পারবেন ইন শা আল্লাহ। থাকবে হাদীস সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা যা হাদীস সম্পর্কে জানতে ও বুঝতে সহায়তা করবে। তাই আসুন, হাদীস পড়ি, জীবন গড়ি।

রমাদানের অবসর সময়গুলো দ্বীনি জ্ঞানার্জনে ব্যয় করুন, ইলম ও আমলে কাটুট রমাদান। নিজে যুক্ত হোন, অন্যকেও যুক্ত করুন।

সময়সূচী

রেজিস্ট্রেশন ফি

কেবল আগ্রহী হলেই রেজিস্ট্রেশন করুন, অন্যথায় রেজিস্ট্রেশন করার দরকার নেই।

ইনস্ট্রাকটর

উস্তায ফজলে রাববি

মদীনা ইসলামি বিশ্ববিদ্যালয়, সৌদি আরব

ভর্তির শর্ত

যারা বিশুদ্ধভাবে কুরআন পড়তে পারেন না, দেশ বিদেশ থেকে বাংলা ভাষাভাষী যে কেউ বিশেষত কলেজ/ইউনিভার্সিটি পড়য়া জেনারেল ব্যাকগ্রাউন্ডের ভাই/বোনদের জন্য কোর্সটি সাজানো হয়েছে। যেখানে মাত্র ২০ টি লাইভ ক্লাসে কুরআন রিডিং পড়ার সকল নিয়ম শেখানো হবে ইন শা আল্লাহ।

পবিত্র মদীনাতুল মুনাওয়ারা থেকে উস্তায ফজলে রাববি সরাসরি লাইভ ক্লাসে পড়াবেন। যিনি বাংলাদেশে হাফেজ ও দাওরায়ে হাদীস সম্পন্ন করেছেন। বর্তমানে বিশ্বখ্যাত ইসলামি বিদ্যাপিঠ মদীনা ইসলামি বিশ্ববিদ্যালয়ে আক্বিদা ও দাওয়াহ বিভাগে উচ্চতর পড়াশুনা করছেন। দীর্ঘদিন থেকেই তিনি অনলাইন অফলাইনে পাঠদান করে আসছেন।

কোর্সটি সম্পূর্ণ ফ্রি। বিশেষ করে শিক্ষার্থী ও জেনারেলপড়ুয়া ভাই-বোনদের দিকে লক্ষ্য রেখে কোর্সটি সাজানো হয়েছে। কোনো ফি নেই, কোর্সটি সম্পূর্ণ ফ্রি। তবে আমাদের পূর্বের অভিজ্ঞতা হলো, ফ্রি হওয়ার কারণে এর মূল্য থাকে না। ফ্রিতে যত ভাল কিছু দেয়া হোক, সেটার গুরুত্ব আমাদের কাছে কম। এজন্য আমরা দ্বীনি জ্ঞানার্জনে আগ্রহী, পূর্ণ ডেডিকেটেড শিক্ষার্থীদের অংশগ্রহণ কামনা করছি। যারা শেষ পর্যন্ত থাকবেন, ক্লাস, এ্যাসাইনমেন্ট ও পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং সর্বপরি ইসলামকে মনেপ্রাণে জানা ও আমল করার ব্যাপারে বদ্ধপরিকর তাদের জন্যই আমাদের এই ত্যাগ ও প্রচেষ্টা। আল্লাহ সুব. সবাইকে কবুল করুন। 

কোর্সের মোট ব্যাপ্তি ৫ মাস। সপ্তাহে একটি দারস। প্রতি শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭:০০ টা (মাগরিব পর)। এছাড়া প্রতি শনিবার একই সময়ে ‘বেসিক ইসলাম শিক্ষা কোর্সের’ ক্লাস চলবে। কেউ চাইলে দুটি কোর্সই একসাথে করতে পারবেন। প্রতিটি ক্লাস সর্বোচ্চ ১ ঘণ্টা করে।

পুরো কোর্স চলাকালে বিষয়বস্তুর সাথে ইনটেনসিভলি লেগে থাকার জন্য মিডটার্ম ও ফাইনাল দু ধাপে পরীক্ষা হবে।
মোট ১০০ নাম্বারের মধ্যে ৪০ নাম্বার থাকবে (দুটি পরীক্ষা, এ্যাসাইনমেন্ট, উপস্থিতি ইত্যাদির উপর), আর ফাইনাল ৬০ নাম্বার এমসিকিউ পরীক্ষার উপর থাকবে। নিয়মিত উপস্থিতি ও ভাল ফলাফলকারীদের জন্য থাকবে হাদিয়া ও পুরস্কার।

তাহযিব ইনস্টিটিউটের নিজস্ব জুম এড্রেসের মাধ্যমে। জুমের তথ্য মেইল ও ওয়েব সাইটের ড্যাশবোর্ডের এ্যাসাউন্স সেকশনে প্রদান করা হবে ইন শা আল্লাহ।

একনজরে ক্লাসের বিশেষত্ব
✓ কুরআন রিডিংয়ের সকল বেসিক নিয়ম আত্মস্থকরণ
✓ জেনারেলপড়ুয়া ভাই/বোনদেরকে টার্গেট করে সহজভাবে উপস্থাপন
✓ সকল ক্লাস লাইভ
✓ কোর্সটি সম্পূর্ণ ফ্রি
✓ বিশেষজ্ঞ উস্তায ক্লাস পরিচালনা করবেন (উস্তায ফজলে রাববি, মদীনা ইউনিভার্সিটি)
✓ ক্লাসের রেকর্ড, স্লাইড ও শিট প্রদান করা হবে
✓ তাহযিব দ্বীনি কমিউনিটিতে যুক্ত থাকার সুযোগ

নিয়মিত ক্লাসের করার যে কেউ রেজিস্ট্রেশন করতে পারবে। ওয়েব সাইটে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। একবার রেজিস্ট্রেশন করলে পুনরায় রেজিস্ট্রেশন করতে হবে না। লগিন করে একাধিক কোর্সেও যুক্ত হতে পারবেন।