রমাদান উপলক্ষ্যে বিশেষ কোর্স

সীরাহ: নবীজির জীবনী (সবার জন্য)

কোর্সের বিষয়বস্তু

নবীজি সা. ছিলেন জীবন্ত কুরআন। পৃধিবীর বুকে তিনিই একমাত্র অনুকরণীয় ও শ্রেষ্ঠ মানব। নবী জীবনের বাঁকে বাঁকে আমাদের জন্য রয়েছে অসংখ্য শিক্ষা ও আদর্শ। একজন মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকের রাসূল সা. এর সীরাহ বা তাঁর জীবনী ভালভাবে অধ্যয়ন করা ও জানা জরুরী। যারা প্রিয়তম নবীজি সা. এর পুরো জীবনি বিশুদ্ধভাবে জানতে চান, নবীজীবনের আলোকে নিজের জীবনকে সাজাতে চান কোর্সটি তাদের জন্য। একজন আদর্শ মুসলিম হওয়ার জন্য নবী সা. এর জীবনি জানার কোনো বিকল্প নেই। দেশ বিদেশ থেকে বাংলা ভাষাভাষি যে কোনো ভাই/বোন এতে অংশগ্রহণ করতে পারবেন।

প্রিয়তম নবী সা. এর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সীরাতের উল্লেখযোগ্য ও শিক্ষণীয় ঘটনা পরম্পরা ধারাবাহিকভাবে আমরা জানতে পারবো ইন শা আল্লাহ। নবীজি সা. এর জন্মের প্রেক্ষাপট, জন্ম, কৈশোর, শৈশব, যৌবনের গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ। নবুওয়াত লাভ, মক্কা জীবনের দাওয়াহ, হিজরত, সবশেষ মাদানী জীবনের দেশ ১০ বছরের ঘটনাবহুল বিষয়গুলো জানা যাবে।

সময়সূচী

রেজিস্ট্রেশন ফি

কেবল আগ্রহী হলেই রেজিস্ট্রেশন করুন, অন্যথায় রেজিস্ট্রেশন করার দরকার নেই।
তাহযিবের অন্য যে কোনো কোর্সে দাওয়াতী উদ্দেশ্যে অন্যকে যুক্ত করুন ও শেয়ার করুন।

রেজিস্ট্রেশনের শেষ সময়: ২৮ ফ্রেব্রুয়ারী, শুক্রবার

ইনস্ট্রাকটর

উস্তায ফজলে রাববি

মদীনা ইসলামি বিশ্ববিদ্যালয়, সৌদি আরব

ভর্তির শর্ত

যারা বিশুদ্ধভাবে কুরআন পড়তে পারেন না, দেশ বিদেশ থেকে বাংলা ভাষাভাষী যে কেউ বিশেষত কলেজ/ইউনিভার্সিটি পড়য়া জেনারেল ব্যাকগ্রাউন্ডের ভাই/বোনদের জন্য কোর্সটি সাজানো হয়েছে। যেখানে মাত্র ২০ টি লাইভ ক্লাসে কুরআন রিডিং পড়ার সকল নিয়ম শেখানো হবে ইন শা আল্লাহ।

পবিত্র মদীনাতুল মুনাওয়ারা থেকে উস্তায ফজলে রাববি সরাসরি লাইভ ক্লাসে পড়াবেন। যিনি বাংলাদেশে হাফেজ ও দাওরায়ে হাদীস সম্পন্ন করেছেন। বর্তমানে বিশ্বখ্যাত ইসলামি বিদ্যাপিঠ মদীনা ইসলামি বিশ্ববিদ্যালয়ে আক্বিদা ও দাওয়াহ বিভাগে উচ্চতর পড়াশুনা করছেন। দীর্ঘদিন থেকেই তিনি অনলাইন অফলাইনে পাঠদান করে আসছেন।

কোর্সটি সম্পূর্ণ ফ্রি। বিশেষ করে শিক্ষার্থী ও জেনারেলপড়ুয়া ভাই-বোনদের দিকে লক্ষ্য রেখে কোর্সটি সাজানো হয়েছে। কোনো ফি নেই, কোর্সটি সম্পূর্ণ ফ্রি। তবে আমাদের পূর্বের অভিজ্ঞতা হলো, ফ্রি হওয়ার কারণে এর মূল্য থাকে না। ফ্রিতে যত ভাল কিছু দেয়া হোক, সেটার গুরুত্ব আমাদের কাছে কম। এজন্য আমরা দ্বীনি জ্ঞানার্জনে আগ্রহী, পূর্ণ ডেডিকেটেড শিক্ষার্থীদের অংশগ্রহণ কামনা করছি। যারা শেষ পর্যন্ত থাকবেন, ক্লাস, এ্যাসাইনমেন্ট ও পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং সর্বপরি ইসলামকে মনেপ্রাণে জানা ও আমল করার ব্যাপারে বদ্ধপরিকর তাদের জন্যই আমাদের এই ত্যাগ ও প্রচেষ্টা। আল্লাহ সুব. সবাইকে কবুল করুন। 

কোর্সের মোট ব্যাপ্তি ৫ মাস। সপ্তাহে একটি দারস। প্রতি শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭:০০ টা (মাগরিব পর)। এছাড়া প্রতি শনিবার একই সময়ে ‘বেসিক ইসলাম শিক্ষা কোর্সের’ ক্লাস চলবে। কেউ চাইলে দুটি কোর্সই একসাথে করতে পারবেন। প্রতিটি ক্লাস সর্বোচ্চ ১ ঘণ্টা করে।

পুরো কোর্স চলাকালে বিষয়বস্তুর সাথে ইনটেনসিভলি লেগে থাকার জন্য মিডটার্ম ও ফাইনাল দু ধাপে পরীক্ষা হবে।
মোট ১০০ নাম্বারের মধ্যে ৪০ নাম্বার থাকবে (দুটি পরীক্ষা, এ্যাসাইনমেন্ট, উপস্থিতি ইত্যাদির উপর), আর ফাইনাল ৬০ নাম্বার এমসিকিউ পরীক্ষার উপর থাকবে। নিয়মিত উপস্থিতি ও ভাল ফলাফলকারীদের জন্য থাকবে হাদিয়া ও পুরস্কার।

তাহযিব ইনস্টিটিউটের নিজস্ব জুম এড্রেসের মাধ্যমে। জুমের তথ্য মেইল ও ওয়েব সাইটের ড্যাশবোর্ডের এ্যাসাউন্স সেকশনে প্রদান করা হবে ইন শা আল্লাহ।

একনজরে ক্লাসের বিশেষত্ব
✓ কুরআন রিডিংয়ের সকল বেসিক নিয়ম আত্মস্থকরণ
✓ জেনারেলপড়ুয়া ভাই/বোনদেরকে টার্গেট করে সহজভাবে উপস্থাপন
✓ সকল ক্লাস লাইভ
✓ কোর্সটি সম্পূর্ণ ফ্রি
✓ বিশেষজ্ঞ উস্তায ক্লাস পরিচালনা করবেন (উস্তায ফজলে রাববি, মদীনা ইউনিভার্সিটি)
✓ ক্লাসের রেকর্ড, স্লাইড ও শিট প্রদান করা হবে
✓ তাহযিব দ্বীনি কমিউনিটিতে যুক্ত থাকার সুযোগ

নিয়মিত ক্লাসের করার যে কেউ রেজিস্ট্রেশন করতে পারবে। ওয়েব সাইটে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। একবার রেজিস্ট্রেশন করলে পুনরায় রেজিস্ট্রেশন করতে হবে না। লগিন করে একাধিক কোর্সেও যুক্ত হতে পারবেন।