তাহযিব ইন্সটিটিউট

‘তাহযিব ইনস্টিটিউট’ ইসলামী জ্ঞানার্জনের অলাভজনক একটি বিশেষায়িত ই-প্লাটফর্ম। বাংলা ভাষাভাষী যে কোনো বয়স ও শ্রেণী পেশার মানুষের কাছে ইসলামী জ্ঞানকে সহজে পৌঁছে দেয়ার লক্ষ্য নিয়ে এর যাত্রা শুরু হয়। দেশবরেণ্য ইসলামী স্কলারদের তত্ত্বাবধানে পরিচালিত ‘তাহযিব ইনস্টিটিউট’ এ রয়েছে একদল যোগ্যতাসম্পন্ন, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী।
একজন মুসলিম হিসেবে প্রয়োজনীয় ইসলামী জ্ঞান অর্জন করা প্রত্যেকের উপর ফরজ। দ্বীনি জ্ঞান ঠিক রেখে দুনিয়াবী জ্ঞানে পারদর্শিতা বা শ্রেষ্ঠত্ব অর্জনে কোনো সমস্যা নেই। কিন্তু শুধু দুনিয়া জ্ঞানকে অগ্রাধিকার দিয়ে আখেরাতের অনন্ত জীবনকে ক্ষতিগ্রস্ত করা নিছক বোকামী। দুনিয়া ও আখেরাতকে সাফল্যমণ্ডিত করতে দ্বীনের মৌলিক বিষয়ে অবশ্যই জ্ঞান রাখতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে। ইসলামের সৌন্দর্য অনুধাবন করা ও দুনিয়ায় আগমনের লক্ষ্য উদ্দেশ্য অর্জন সম্ভব হবে কেবল জানার মাধ্যমেই। এর কোনো বিকল্প নেই। নবী সা. এর উপর প্রথম প্রত্যাদেশ ছিল, ‘পড়ো’। ‘পড়ো, ঐ মহান রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন’ [সুরা আলাক্ব: ১]। নিজেকে একবার প্রশ্ন করে দেখুন তো, শাশ্বত জীবনাদর্শ এই ইসলাম সম্পর্কে আসলেই আমরা কতটুকু জানি? কতটুকুই বা আমল করি? দুনিয়ার জীবন বা পৃথিবীতে আগমনের উদ্দেশ্য সম্পর্কে কতটা সচেতন? একজন মুসলিম হিসেবে কুরআন সুন্নাহর কতটুকু জ্ঞান আমরা রাখছি?

অনেক ক্ষেত্রে আমাদের আগ্রহ ও ইচ্ছা থাকাসত্ত্বেও হাতের নাগালে উপযুক্ত সুযোগ, পরিবেশ ও দক্ষ শিক্ষকের অভাবে দ্বীনের অন্যান্য মৌলিক বিষয় তো দূরে থাক মহান আল্লাহর বাণীটুকু শুদ্ধ করে পাঠ করার সৌভাগ্য হয় না। এটি বড় আফসোসের। তাই, জেনারেলপড়ুয়া ভাই-বোনদের জন্য ইসলামী জ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখায় মৌলিক জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করতে ‘তাহযিব ইনস্টিটিউট’ আছে আপনার পাশে। এক্ষেত্রে দউরংঃধহপব ষবধৎহরহম’ বা অনলাইনের মাধ্যমে আপনি যে কোনো বয়সের ও শ্রেণি পেশার হোন, দেশ-বিদেশে যা যেখানেই অবস্থান করুন ঘরে বসে সহজেই দ্বীনের মৌলিক বিষয় সম্পর্কে জানতে ও শিখতে পারবেন ইন শা আল্লাহ।

তাই প্রিয় দ্বীনি ভাই ও বোন, এখন আর কোনো অজুহাত নয়, মহান আল্লাহর প্রতি ভরসা করে বিসমিল্লাহ বলে শুরু করুন তাহযিবের সাথে দ্বীনি জ্ঞানার্জনের পথচলা। দ্বীনী জ্ঞানের এই যাত্রায় তাহযিবের দক্ষ ও অভিজ্ঞ ইনস্ট্রাকটরগণ আপনার পাশেই রয়েছে। বারকাল্লাহু ফিকুম।

আমাদের প্রতিষ্ঠান

বিশুদ্ধ দ্বীনি জ্ঞানার্জনের উন্মুক্ত প্লাটফর্ম

তাহযিব ইনস্টিটিউটে আমি কী কী বিষয় শিখতে ও পড়তে পারবো?

এখানে আপনি ইসলামের সকল মৌলিক বিষয় সম্পর্কে জ্ঞানার্জন করতে পারবেন ইনশাআল্লাহ। একটি প্লাটফর্মেই ইসলামের সকল মৌলিক চাহিদা পূরণে যেন সহায়ক হয় আমরা সেই চেষ্টা করছি। দ্বীনের বেসিক বিষয়সমূহ যেমন বিশুদ্ধভাবে কুরআন পাঠ, কুরআন বুঝে পড়া, ঈমান, আমল, আক্বিদা, কুরআন, হাদীস, ফিকহ, আরবী ভাষাসহ ইত্যাদি বিষয়ে ফ্রি ও পেইড মূল্যে আপনি বিভিন্ন কোর্স ও ওয়ার্কশপের সুযোগ পাবেন। এরমধ্যে রয়েছে স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী কোর্স। একদম শূন্য থেকে শুরু করে ধীরে ধীরে দ্বীনের অন্যান্য শাখায় জ্ঞানার্জনের সুযোগ থাকছে ইন শা আল্লাহ।

অনলাইনে এখন অনেক একাডেমি, তবুও ‘তাহযিব ইনস্টিটিউট’ কেন?

আমরা শুরু থেকেই প্রতিশ্রুতিশীল। অনলাইনে এখন অনেক ইসলামী ইনস্টিটিউট/একাডেমি থাকলেও আমরা ব্যতিক্রমী ও মানসম্মত কিছু দিতে চাই। বর্তমানে দেশ বিদেশে ইংরেজিসহ বাংলা ভাষাতেও পরিচিত ও জনপ্রিয় অনলাইন একাডেমি রয়েছে, তবে আমরা ঠিক সে বিষয়েই কাজ করতে চাই যার অভাব ও প্রয়োজনবোধ এখনো বিদ্যমান। যে কোনো শিক্ষা পদ্ধতিই প্রতিনিয়ত পরিবর্তনশীল। তাহযিব ইনস্টিটিউটও দ্বীনী জ্ঞানের প্রচার প্রসারে কাজ করতে চায় তবে সেটি গবেষণালদ্ধ, সহজবোধ্য ও মানসম্মত উপায়ে ইন শা আল্লাহ।

আমাদের অনুপ্রেরণা

তাহযিবের যাত্রা শুরু রাসূল সা. এর একটি হাদীসে অনুপ্রাণিত হয়ে। রাসূল সা. ইরশাদ করেন,
انْقَطَعَ عَمَلُهُ إِلاَّ مِنْ ثَلاثٍ: صَدَقةٍ جَارِيَةٍ، أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ، أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ ». رواه مسلم
যখন কোন মানুষ মারা যায়, তখন তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়। শুধু তিনটি জিনিস ব্যতীত; (১) সাদকাহ জারিয়াহ, (২) যে ইলম দ্বারা উপকার পাওয়া যায় অথবা (৩) সৎ সন্তান যে তার জন্য দোআ করে। (মুসলিম ১৬৩১)
হাদীসে বর্ণিত মানুষের আমলনামা জারি থাকার মাধ্যমগুলো তাহযিবের মূল অনুপ্রেরণা। আমাদের প্রত্যেকের উচিত দুনিয়াতে কিছু সাদাকাহ জারিয়ার মাধ্যম রেখে যাওয়া। বাংলা ভাষাভাষীদের মাঝে বিশুদ্ধ ইলমের চর্চা ও প্রচার প্রসারে কাজ করা এবং সেটি সাদাকাহ জারিয়া হিসেবে রেখে যাওয়ার উদ্দেশ্যে তাহযিবের যাত্রা শুরু হয়। আমাদের লক্ষ্য হচ্ছে,সবার জন্য সহজে দ্বীন শেখার মাধ্যম হিসেবে তাহযিবকে একটি সাদাকাহ প্লাটফর্ম হিসেবে তৈরি করা।

আমাদের কোর্সসমূহ

কুরআন তাজভিদ (বেসিক)

কুরআন রিডিং (নাজেরা কোর্স)

আদাবুল ইলম [ইলম অর্জনের আদব ও করণীয়]

আন্ডারস্ট্যান্ডিং সালাত, সালাতে পঠিতব্য শেষ ১০ সূরা ও দুআসমূহ (অর্থ ও ব্যাখ্যাসহ)

ফিকহুস সিয়াম

ইমাম নববীর ৪০ হাদীস (অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা)

নারী সমাজের ৪০ হাদীস

সীরাহ (মহানবী হযরত মোহাম্মদ সা. এর জীবন চরিত)

ইসলামী আক্বিদা

কুরআন তাজভিদ (এ্যাডভান্স)

কুরআন মেমোরাইজেশন (হিফজ)

আন্ডারস্ট্যান্ডিং কুরআন (লেভেল ১, ২)

১০০ প্রয়োজনীয় অর্থসহ দুআ (হিসনুল মুসলিম)

শামায়েলে মুহাম্মাদ (নবী সা. এর শারীরিক ও অভ্যাসগত বর্ণনা)

টাইম ম্যানেজমেন্ট

ফিকহ অফ কুরবানী

ডেইলি রুটিন অফ মুহাম্মাদ সা.

আরবী ভাষা শিক্ষা কোর্স (বেসিক ও এ্যাডভান্স)

হাদীস আন্ডারস্টান্ডিং (নির্বাচিত ২০০-৩০০ হাদীস ও সংক্ষিপ্ত মূলনীতি)

ফরজে আইন ফর এ্যাডাল্ট কোর্স (Basic Islamic Studies for Adults)

বাচ্চাদের ফরজে আইন কোর্স (Basic Islamic Studies for Children)

আলিমিয়্যাহ (২ বছরের স্পেশাল প্রোগ্রাম)

ঈমানের মৌলিক পাঠ (ফ্রি)

ফাইভ পিলারস অফ ইসলাম

ভ্রান্ত মতবাতসমূহ

কাদিয়ানী মতবাদ

শিয়া

তারিখুল ইসলাম ( ইসলামের ইতিহাস: রাসূল সা. এর পর থেকে সর্বশেষ খিলাফাহ )

ফিতান ও মালাহিম

ম্যারেজ কোর্স (প্রি-ম্যারেজ ও আফটার ম্যারেজ)

প্যারেন্টিং কোর্স (গর্ভাবস্থা থেকে ১৮ বছর পর্যন্ত)

ইসলামের পারিবারিক আইন (ফারায়েজ)

ইসলামী অর্থনীতি

প্রতিষ্ঠান ভিত্তিক অফলাইন/অনলাইন ফ্রি মোটিভেশনাল ক্লাস/প্রোগ্রাম পরিচালনা

কাউন্সেলিং (পারসোনাল ও গ্রুপ)

ওয়ান টু ওয়ান ক্লাস

দেশ-বিদেশের অভিভাবকগণ তাঁদের সন্তানদের জন্য অথবা যে কেউ চাইলে তাহযিবের অভিজ্ঞ শিক্ষকদের নিকট আলাদাভাবে ওয়ান টু ওয়ান পড়তে পারবে। বিস্তারিত প্যাকেজ দেখুন (লিঙ্ক থাকবে এখানে)

×