সাকাদাহ/ডোনেশন আপিল

মহান আল্লাহ বলেন,

وَ تَعَاوَنُوۡا عَلَی الۡبِرِّ وَ التَّقۡوٰی ۪ وَ لَا تَعَاوَنُوۡا عَلَی الۡاِثۡمِ وَ الۡعُدۡوَانِ ۪ وَ اتَّقُوا اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ شَدِیۡدُ الۡعِقَابِ ﴿۲﴾

অর্থ: তোমরা ভালকাজ ও খোদাভীতিতে পরস্পরকে সহযোগিতা কর। মন্দকাজ ও সীমালঙ্ঘনে পরস্পরের সহযোগিতা করো না। আর আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ কঠিন আযাব দাতা। (সুরা মায়িদা: ০২)

বিশুদ্ধ দ্বীনি জ্ঞানার্জনের সাকাদাহ প্লাটফর্ম তাহযিব ইনস্টিটিউট। দেশ-বিদেশে থাকা বাংলা ভাষাভাষী ভাই-বোনদের মাঝে ওহীর আলো ছড়িয়ে দিতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। একজন মুসলিম হিসেবে আমরা প্রত্যেকেই দুনিয়াতে এমন কিছু অবদান রেখে যেতে চাই যা আমাদের মৃত্যু পরবর্তী জীবনে কাজে দেবে। এটিই হলো, সাদাকা জারিয়া বা প্রবাহমান সাদাকাহ। এই উদ্দেশ্য নিয়েই তাহযিবের যাত্রা শুরু হয়।

আমাদের সকল কার্যক্রম অলাভজনক ও কোর্সগুলো সম্পূর্ণ ফ্রিতে বা গুরুত্বের জন্য নামমাত্র ফিতে করানো করা হয়, যা আমাদের কার্যক্রম পরিচালনার জন্য যথেষ্ট নয়। ফলে আমরা আমাদের কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করতে হিমশিম খাচ্ছি এবং অনেক সময় ভর্তুকি দিয়ে পরিচালনা করতে হয়। প্রতিমাসে আমাদের প্রজেক্ট বাস্তবায়ন, গবেষণা,রেফারেন্সধর্মী কিতাবাদি ক্রয়, মানসম্মত কনটেন্ট তৈরি, ডিজাইন-এডিটিং, ওয়েব ডেভলপমেন্ট, এডমিনিস্ট্রেশন ইত্যাদি নানা খাতে আনুমানিক প্রায় ৩০ হাজার টাকার প্রয়োজন হয়। এছাড়াও সামনে তাহযিবের অফলাইন প্রতিষ্ঠানের উদ্যোগ নেয়া হয়েছে এটি বাস্তবায়নেও বৃহৎ অঙ্কের অর্থের প্রয়োজন।

তাই আমাদের এই দ্বীনি কার‌্যক্রমকে বেগবান করতে ও আরো এগিয়ে নিতে আপনাদের একান্ত সহযোগিতা প্রয়োজন। সম্মিলিত সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো ইন শা আল্লাহ। দেশ-বিদেশে অবস্থানরত যে কোনো দ্বীনী ভাই-বোন এককালীন, মাসিক কিংবা বাৎসরিক হিসেবে সাদাকায় অংশ নিয়ে তাহযিব পরিবারের একজন সদস্য হতে পারেন। এটি নিঃসন্দেহে সাদাকায়ে জারিয়ার অন্যতম মাধ্যম। রাসূল সা. বলেন, 

انْقَطَعَ عَمَلُهُ إِلاَّ مِنْ ثَلاثٍ: صَدَقةٍ جَارِيَةٍ، أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ، أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ ». رواه مسلم

যখন কোন মানুষ মারা যায়, তখন তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়। শুধু তিনটি জিনিস ব্যতীত; (১) সাদাকাহ জারিয়াহ, (২) যে ইলম দ্বারা উপকৃত হয় অথবা (৩) নেককার সন্তান যে তার জন্য দুআ করে। [মুসলিম: ১৬৩১]

আপনাদের দান/সাদাকাহ যেসব খাতে ব্যয় হবে:

সাদাকাহ পাঠানোর মাধ্যম

+8801730986832
+8801730986832
021000021
4111111111111111
সাদাকাহ ফর্ম
×